
প্রতীতি ঘোষ,আড়িয়াদহ:
ফের গণপিটুনির ঘটনা রাজ্যে।এবার আক্রান্ত হলেন মা এবং পুত্র।উত্তর ২৪ পরগনার আড়িয়াদহের ঘটনা। অভিযোগ সোমবার রাত একটা নাগাদ সায়নদীপ পাঁজা নামে এক যুবককে কামারহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়িয়াদহ এলাকায় মারধর করা হয় । বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন সায়নদীপের মা বুবুন পাঁজা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা-ও। আহত দু’জন বর্তমানে বেলঘড়িয়ার একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় জয়ন্ত সিংহ নামে এক দুষ্কৃতী ও তাঁর দলবল জড়িত বলে জানা গেছে। এই ঘটনার সিসি টিভি ফুটেজ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। এরপরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তাকে গ্রেফতারের দাবিতে আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের অভিযোগ এই ক্লাবে বসেই রাতে মদ্যপানের আসর বসে এবং এলাকার মানুষকে উত্তপ্ত করে।
শুধু তাই নয় এলাকা যত গন্ডগোল হয় তার নেপথ্যেও রয়েছে এই জয়ন্ত সিং বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ।
। অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে যদিও তার মধ্যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং নেই বলে দাবি সায়নদ্বীপের বাবা ও আত্মীয়-স্বজনের।