
ওঙ্কার ডেস্ক : বারাণসী সফরে মোদির গাড়িকে লক্ষ্য করে উড়ে আসা চপ্পলকে কেন্দ্র করে হইচই নেট দুনিয়ায়. মোদির সাম্প্রতিক বারাণসী সফরে কনভয় এগোচ্ছিল জনবহুল রাস্তা ধরে। সেই সময় একটি চপ্পল উড়ে আসে মোদির গাড়ি লক্ষ্য করে।
মোদির গাড়ির বনেটের উপর আছড়ে পড়ে চপ্পলটি। যদিও মুহূর্তের মধ্যে নিরাপত্তারক্ষীদের একজন দ্রুততার সঙ্গে চপ্পলটি সরিয়ে নেন। কিন্তু অস্বস্তিকর এই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে যেতেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্বাভাবিকভাবে নেট দুনিয়া জুড়ে শোরগোল।
উল্লেখ্য, এবার বারাণসীতে মোদির জয়ের মার্জিন প্রচুর কমেছে। ৫ লক্ষ থেকে নেমে এসেছে দেড় লক্ষে। পাশাপাশি মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।