
ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ভারতের প্রত্যাঘাতের পর কার্যত ল্যাজেগোবরে অবস্থা পাকিস্তানের। পাকিস্তান ভারতের জম্মুকাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটে ভারতীয় সামরিক ঘাঁটিগুলিতে আঘাত হানার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ভারতীয় বাহিনী প্রতিটি পাক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে।
ভারতের এমন সামরিক সাফল্য চর্চায় উঠে এসেছে। ভারতীয় বাহিনী রাতারাতি এমন ব্যবস্থা গড়ে তোলেনি। এই জায়গায় পৌঁছতে এক দশকের বেশি সময় লেগেছে। আর এই কৃতিত্বের জন্য ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের দ্রুত ও সমন্বিত জবাব দেওয়ার ধরণ দেখিয়ে দেয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছরের কঠোর পরিশ্রমের ফলে গড়ে তোলা হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অসারতাও প্রমাণ হয়ে গিয়েছে চলমান পরিস্থিতিতে। বারাক-৮, আকাশ, এস ৪০০ মিসাইল ভারতের আকাশ প্রতিরক্ষায় বড় ঢাল। ভারত কেবল প্রতিরক্ষা করেই থেমে থাকেনি। দ্রুত এবং নির্ভুলভাবে প্রতিশোধ নিয়েছে। অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভূখণ্ডের গভীরে আক্রমণ করেছে। লাহোরে চিনের সরবরাহ করা একটি এইচকিউ ৯ বিমানকে ধ্বংস করেছে।