
ওঙ্কার ডেস্ক: সারা দেশে বেকারত্ব এনডিএ জমানায় বাড়ছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রে ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেওয়া হবে। এদিকে মোদী জমানায় দেশজুড়ে বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে কুয়েত সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, গত ১৭ মাসে স্থায়ী ১০ লক্ষ সরকারি চাকরির বন্দোবস্ত করা হয়েছে। রোজগার মেলার মাধ্যমে এই চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে মোদীর দাবি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এনডিএ জমানায় গত ১৭ মাসে ১০ লক্ষ সরকারি চাকরির ব্যবস্থা করে রেকর্ড সৃষ্টি করা হয়েছে।
সোমবার মোদি ৭১ হাজার নিয়োগপত্র ভার্চুয়ালি বিলি করেছেন। মোদী বলেছেন, বিভিন্ন সরকারি দফতরের জন্যে এই নিয়োগপত্রগুলি বিলি করা হয়েছে। কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে এও জানানো হয়েছে, যে সমস্ত কেন্দ্রীয় সরকারি দফতরে নতুন কর্মী নিয়োগ করা হয়েছে সেই দফতরগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, উচ্চশিক্ষা দফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ-সহ অন্যান্য মন্ত্রক। প্রসঙ্গত, গত সোমবার সারা দেশের ৪৫টি জায়গায় রোজগার মেলা আয়োজিত হয়েছে বলে কেন্দ্রের দাবি।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের দাবি, প্রধানমন্ত্রী কুয়েত থেকে ফিরে যে ৭১ হাজার নিয়োগপত্র বিলি করেছেন তার মধ্যে ২৯ শতাংশ অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্গত। ইউপিএ আমলের তুলনায় অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্গতদের কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ মোদী জমানায় ২৭ শতাংশ বেড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কেন্দ্রীয় সরকারি চাকরিতে রেকর্ড সংখ্যক নিয়োগ নিয়ে যে দাবি সেসম্পর্কে বিরোধীরা এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। সূত্রের খবর, চলতি বছরে ভারতে বেকারত্বের হার ১০ দশমিক ২ শতাংশ। লাক্ষাদ্বীপের বেকারত্বের হার সবচেয়ে বেশি। হরিয়ানায় বেকারের সংখ্যা সবচেয়ে কম।
সূত্রের খবর, সারা দেশে মহিলা বেকারের সংখ্যা পুরুষ বেকারের তুলনায় অনেকটাই বেশি। পিরিওডিক লেবার ফোর্স সার্ভে অনুসারে, ভারতে পুরুষ বেকারের হার ৫ দশমিক ৭ শতাংশ। আর মহিলা বেকারের হার ৮ শতাংশ ৪ শতাংশ।