
ওঙ্কার ডেস্ক:সন্দেশখালির নারীদের উপর ভয়ানক অত্যাচার করেছে তৃনমূল।কিন্তু সেই পাপীদের বাঁচাবার চেষ্টা করছে রাজ্য সরকার। এই ঘটনায় ভারত বর্ষের প্রত্যেকটা মানুষের মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে। বারাসাতের “নারী শক্তি বন্দন”জনসভা থেকে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।পাশাপাশি এদিন প্রধান মন্ত্রী দাবি করেন এই ঘটনা শুধু সন্দেশ খালি নয় সারা বাংলা জুড়ে তৃনমূলের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে।