স্পোর্টস ডেস্ক : বারাণসীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। শনিবার বারাণসীতে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই অনুষ্ঠানে ছিলেন। এছাড়াও ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী, বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব জয় শাহ এবং অন্যান্য কর্তারা। বিসিসিআই ও উত্তরপ্রদেশ সরকার যৌথভাবে এই স্টেডিয়াম তৈরি করছে। বারাণসীর ঐতিহ্যের কথা মাথায় রেখেই গড়ে তোলা হচ্ছে এই স্টেডিয়াম। ভবিষ্যতে এই স্টেডিয়ামে অনেক আন্তর্জাতিক ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। বারাণসীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হওয়ায় খুশি উত্তরপ্রদেশের গঙ্গা তীরবর্তী এই শহরের ক্রিকেটপ্রেমীরা।১২১ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরপ্রদেশ সরকার। এই টাকা খরচ করা হচ্ছে জমি অধিগ্রহণের জন্য। স্টেডিয়াম গড়ে তোলার জন্য ৩৩০ কোটি টাকা খরচ করতে চলেছে বিসিসিআই। এটি উত্তরপ্রদেশে তৃতীয় ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে। কানপুর ও লখনউয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে। এবার বারাণসীতেও ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে। বারাণসীর রাজাতালাব অঞ্চলে রিং রোডের কাছে হচ্ছে এই স্টেডিয়াম। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বারাণসীতে গঙ্গার ঘাটের আদলে এই স্টেডিয়ামের গ্যালারি তৈরি করা হবে।