
স্পোর্টস ডেস্ক : স্বাধীনতা দিবসে বড়ে মিঞা মহম্মদ হাবিবকে হারালো ভারতীয় ফুটবল ।lস্বাধীনতাদিবসের দিন ভারতীয় ফুটবল তথা কলকাতা ময়দানে এক যুগের শেষ হল। প্রয়াত মহম্মদ হাবিব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। ফুটবল দুনিয়া তাকে বড়ে মিঞা বলেই জ্যানত।অনেকদিন আগেই কলকাতা ছেড়েছিলেন। ফিরে গিয়েছিলেন নিজের রাজ্যে হায়দরাবাদে। কিন্তু কয়েক বছর ধরে পার্কিনসন রোগে ভুগছিলেন। চিকিৎসা চললেও ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ দিকে স্মৃতি শক্তি প্রায় হারিয়েই ফেলেছিলেন মহম্মদ হাবিব।মহম্মদ হাবিব ছয়ের দশকের মাঝামাঝি কলকাতায় এসেছিলেন। ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন এই কলকাতায় খেলে। ১৮ বছর বাংলায় থেকে তিন প্রধানে খেলেছেন । দেশের হয়ে খেলেছেন টানা ১১ বছর। ১৯৮০ সালে পেয়েছেন ‘অর্জুন’ পুরস্কার। ফুটবল থেকে অবসর নেওয়ার পর হায়দরাবাদে ফিরে গেলেও পরে এই বাংলায় এসেছেন কোচিং করতে।হাবিবের কোচিংয়ে দীর্ঘদিন খেলেছেন সুব্রত ভট্টাচাৰ্য। তিনি জানালেন,আমি যখন মোহনবাগান মেসে থাকতাম,তখন হাবিবদা আমাদের সঙ্গে থাকতেন। রাত নটার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতে হত। সাত সকালে উঠে প্র্যাকটিস। দুপুরে ফালতু আড্ডা মারা যাবে না। আমরা তখন যুবক। একবার রয়েড স্ট্রিটের মোহনবাগান মেসের জানালা দিয়ে পাশের বাড়িতে উকি মারছিলাম। সেই দেখে চ্যালা কাঠ নিয়ে তেড়ে আমাদের মারতে এসেছিলেন হাবিবদা। মাঠে বিপক্ষের বিরুদ্ধে লড়াইটা শিখিয়েছিলেন। মাঠের বাইরে শৃঙ্খলা শিখিয়েছিলেন। আমার ফুটবলার জীবনে হাবিবদার অনেক বড় অবদান আছে। হাবিবদার মতো শৃঙ্খলাপরায়ন মানুষ যদি মোহনবাগান মেসে না পেতাম, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেতো। হাবিবদাকে কখনও ভুলতে পারব না।”