
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগে অঘটন। এদিন জুম্মাবারে নিজেদের ঘরের মাঠে কালীঘাট মিলন সংঘর কাছে ২-১ গোলে হারলো গত ৩ বারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণ করে কালীঘাট।ম্যাচের ৩৬ মিনিটে গোল করে কালীঘাটকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং।
তার ঠিক ৫ মিনিট পরে ফের গোল কালীঘাটের। আর গোল করলেন পাসাং দোরজি তামাং।
তবে দ্বিতীয়ার্ধে ফিরে আসার লাগাতার চেষ্টা করে মহামেডান। একাধিকবার ওভারল্যাপে উঠে আসেন জোসেফ। তন্ময়ও নিজের ফর্মে ফিরে আসেন কিছুটা। বিশেষ করে সেকেন্ড হাফের শেষদিকে প্রচুর আক্রমণ তুলে আনেন তারা। আর সেই সুবাদেই খেলার ৮৩ মিনিটে, তন্ময়ের সেন্টার থেকে গোল করে ব্যবধান কমানইসরাফিল দেওয়ানম্যাচের ফলাফল দাঁড়ায় ২-১।
প্রথম ম্যাচে উয়াড়ির বিরুদ্ধে ৬-১ গোলে জেতার পরে খিদিরপুরের কাছে ড্র আর এবারে হার।