
স্পোর্টস ডেস্ক :আইএসএলে প্রথমবার মুখোমুখি হবে মোহনবাগান এবং মহামেডান। ম্যাচের আগে সবুজ মেরুনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন মহামেডান কোচ। এদিন সাংবাদিক সম্মেলনে মহামেডান কোচ বলেন, ‘মোহনবাগান ভাল দল। ভাল ফুটবলার আছে ওদের দলে। তবে কোনও বিশেষ ফুটবলারকে ভাবার নেই। প্রতিপক্ষের বিরুদ্ধেই আমার স্ট্র্যাটেজি সাজানো।
তবে এই ধরনের বড় ম্যাচে একটা পরিকল্পনা নিয়ে নামা যায় না। আমরাও বেশ কিছু পরিকল্পনা নিয়ে নামব’। গত তিন ম্যাচে চার পয়েন্ট পেলেও প্রথমবার আইএসএল খেলা মহামেডান মুগ্ধ করেছে সমর্থকদের। তার ওপর গত ম্যাচে চেন্নাইতে গিয়ে জিতে এসেছে মহামেডান। অন্যদিকে, মোহনবাগান তাদের শেষ ম্যাচে ৩-০ গোলে পর্যুদস্ত হয়েছে বেঙ্গালুরু এফসির কাছে।