
স্পোর্টস ডেস্ক :আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ। অচেনা পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে তো তাঁর দলের ছেলেরা? প্রতিপক্ষের ঘরের মাঠে নেমে লড়াকু মানসিকতা বজায় রাখতে পারবেন তো তাঁরা? এ সব প্রশ্ন তাঁর মনের মধ্যে অবশ্যই ছিল। কিন্তু দলের ফুটবলারদের কোনও চাপ দেননি। বলেছিলেন, নিজেদের স্বাভাবিক খেলাটা ধরে রাখার চেষ্টা করো। নিজেদের মাঠে যে মানসিকতা নিয়ে খেলো, এখানেও যেন তার অন্যথা না হয়। রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বৃহস্পতিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে তাদের প্রথম জয় অর্জন করলেন মহমেডান এসসি-র ফুটবলাররা।
প্রথম আধ ঘণ্টার খেলায় মহমেডান গোলের লক্ষ্য তো দূর, গোলের বাইরেও কোনও শট নিতে পারেনি। পুরো সময়ই কোণঠাসা অবস্থায় নিজেদের দূর্গরক্ষা করে যায় তারা। কিন্তু জলপানের বিরতির পর থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে তারা এবং ৩৯ মিনিটের মাথাতেই গোল পেয়ে যায়। লালরেমসাঙ্গা ফানাইয়ের সেই গোলেই এ দিন জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো বাহিনী।
দলের ছেলেদের এই অপ্রত্যাশিত ও অসাধারণ পারফরম্যান্সে স্বাভাবিক ভাবেই খুশি কোচ চেরনিশভ ম্যাচের পর সাংবাদিকদের বলেন, “আইএসএলের প্রথম জয় মানেই ঐতিহাসিক জয়। এই দলের খেলোয়াড়রা এমন একটা ঐতিহাসিক কাজ করে দেখাল। আমরা একটা ভাল দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। যারা আমাদের বেশ চাপে রেখেছিল। গত দুই ম্যাচেও আমরা ভাল দলের বিরুদ্ধেই খেলেছিলাম। এরকম একটা দলের বিরুদ্ধে জিতে আমরা সবাই খুব খুশি। দুটো ম্যাচ খেলার পরই আমরা জয় পেলাম। এখন বোঝা যাচ্ছে আমাদের ছেলেরা জানে কী ভাবে বড় ম্যাচে জিততে হয়। প্রমাণ করতে পেরেছি আমরা সত্যিই আইএসএলে খেলার যোগ্য। এই জয়টা আমাদের সেই জায়গায় নিয়ে গেল”।
দল কতটা ভাল ফুটবল খেলেছে, তার চেয়েও জয়টা যে তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা সাফ জানিয়ে রাশিয়ান কোচ বলেন, “সব সময় যে ভাল ফুটবল খেললেই জেতা যায় তা নয়। আজ আমরা আমাদের স্টাইলে ভাল খেলেছি। চেন্নাইন শুরুটা খুব ভাল করেছিল। ওরা এই ম্যাচের আগে অনেক দিন বিশ্রাম পেয়ে গিয়েছিল। তাই অনেক তরতাজা হয়ে নেমেছিল। আমরা গতকাল অনেক সফর করে এসে কিছুটা ক্লান্ত ছিলাম। আজ ম্যাচের আগে ছেলেদের বলেছিলাম, আজ শুধু ভাল ফুটবল খেললে হবে না, অন্তর থেকে হৃদয় নিংড়ে দিয়ে খেলতে হবে। ওরা আমার কথা শুনেছে”।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ফুটবলে ফলই শেষ কথা। কোনও দল সারা ম্যাচে ৯০ শতাংশ বল দখলে রেখেও হারল, সেটা কোনও কাজের কথা নয়। কে কোন ম্যাচে কেমন খেলছে, সেটা লোকে ভুলে যায়। শুধু ফলই সবার মনে থেকে যায়। চেন্নাইন যে ওরকম ভাবে শুরু করবে, সে রকম আমরা ধরেই নিয়েছিলাম। কারণ, ওরা তরতাজা ছিল, ওরা শক্তিশালী”।