
স্পোর্টস ডেস্ক : আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরে আগামী মরসুমে আইএসএলে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে মহামেডানের বড়ো সমস্যা ছিল ইনভেস্টর। অবশেষ সেই সমস্যা মিটলো।বাঙ্কারহিলের সঙ্গে যুক্ত হল রাহুল টোডির শ্রাচী গ্রুপ। মূলত সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধেই মহামেডানে ইনভেস্ট করলেন রাহুল টোডি । মহামেডানের সঙ্গে তিন বছরের চুক্তি হল।৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু’বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহামেডানের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর । বাকি শেয়ার থাকবে ক্লাবের হাতে। এই শ্রাচী গ্রুপ আবার একদিকে যেমন ইস্টবেঙ্গলের ক্রিকেট টিম চালায় অপরদিকে আইএফএরও কলকাতা লিগে স্পনসর তারা।এদিন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বললেন, আর কোনো সমস্যাই রইল না এবারে আমরা ভালোভাবে আইএসএলে দল করতে পারব।’ প্রসঙ্গত মোহনবাগান আর ইস্টবেঙ্গল ২০২০-২১ মরসুম থেকে ইনভেস্টর জোগাড় করে আইএসএলে খেলে। তবে মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে খেলবে আইএসএল।প্রসঙ্গত, গত মরশুমে আই লিগ (I-League) চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল। কিন্তু সঠিক সময়মতো ইনভেস্টর না পাওয়ার ফলে, আইএসএল খেলা নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছিল সাদাকালো ব্রিগেডের অন্দরে। সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ।
মূলত, আর্থিক সমস্যা বেশ গুরুতর জায়গাতেই পৌঁছে যায়। উল্লেখ্য, এতদিন পর্যন্ত ইনভেস্টর হিসেবে বাঙ্কারহিল গ্রুপ মহামেডানকে আর্থিক সাহায্য করে আসছিল। তবে আইএসএল খেলার জন্য সেই অর্থ একদমই যথেষ্ট ছিল না। সেইজন্য খোদ বাঙ্কারহিল (Bankarhil) কর্তা দীপক সিং নিজেই ইনভেস্টর খুঁজে আনার দায়িত্ব নেন।
সেইসঙ্গে, নতুন ইনভেস্টরের জন্য চেষ্টা চালাতে থাকেন মহামেডান কর্তারাও। শেষপর্যন্ত, শ্রাচী স্পোর্টস রাজি হল। এই সংস্থাটি ইতিমধ্যেই আইএফএর (IFA) কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। ফলে, বলা যেতেই পারে আইএসএল খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না মহামেডানের সামনে।