
স্পোর্টস ডেস্ক :চলতি আইএসএলে একমাত্র জয়ের পর টানা দুটি ম্যাচে হার মহমেডানকে লিগ টেবলে অনেকটা নীচে নামিয়ে দিলেও শনিবার ঘরের মাঠে জিততে পারলে তারা ফের কয়েক ধাপ ওপরে উঠে আসতে পারবে। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি, যারা এখন পর্যন্ত লিগে জয়ের মুখ দেখতে পারেনি। তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সমর্থন নিয়ে এই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কলকাতার দল।
কিন্তু হায়দরাবাদকে কম গুরুত্ব দিয়ে নিজেদের খেলায় কোনও পরিবর্তন বা তীব্রতা কমাতে বিন্দুমাত্র রাজি নন দলের কোচ আন্দ্রেই চেরনিশভ। তাঁর মতে, তাঁর দল আগের ম্যাচগুলিতে যেমন খেলেছে, তেমনই খেলবে।
শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “আমাদের কাল আগের ম্যাচগুলোর মতোই ভাল খেলতে হবে। আমরা ঘরের মাঠে এখনও একটাও জয় পাইনি। সমর্থকেরা জয়ের অপেক্ষায় রয়েছে। আশা করছি, কাল আমরা ভাল খেলব ও জিতব। আমরা এই ম্যাচের জন্য ভাল প্রস্তুতি নিচ্ছি। ওদের চেয়ে আমরা যেহেতু লিগের প্রাক মরশুম প্রস্তুতি আগে শুরু করেছি, তাই সে দিক দিয়ে আমরা সুবিধা পেতে পারি। ওরা আমাদের মতোই দল। অনেকটা আমাদের মতো স্টাইলেই খেলে। গত ম্যাচে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু শেষের দিকে আমাদের শরীরিক অবস্থা তেমন ভাল ছিল না। গত ম্যাচে আমাদের কোথায় কোথায় সমস্যা ছিল কী কী ভুল হয়েছে, তা বিশ্লেষণ করেছি। দলের ছেলেদের সঙ্গেও কথা হয়েছে। ওরাও নিজেদের ভুল শোধরাতে চায়”।
প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি সম্পর্কে মহমেডান কোচের বক্তব্য, “হায়দরাবাদ গত বারও কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল। এ বারও যাচ্ছে। কিন্তু এ বার ওদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। বিশেষত, ওদের বিদেশীরা। শুরুতে ওরা তেমন ভাল খেলতে না পারলেও ক্রমশ উন্নতি করছে। আমাদের মাথায় রাখতে হবে, ওরা বড় ক্লাব এবং জয়ে ফিরতে চায়। ওরা কাল আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চাইবে”।
গত কয়েকটি ম্যাচেই দেখা গিয়েছে, ৭০-৭৫ মিনিট পর থেকে ক্লান্তি ঘিরে ধরছে মহমেডান ফুটবলারদের। তাই ম্যাচের শেষ দিকেই প্রতিপক্ষরা তাদের সমস্যায় ফেলে দিচ্ছে। এ কথা স্বীকার করে কোচ বলেন, “ম্যাচের শেষ দিকে আমাদের খেলোয়াড়রা যখন ক্লান্ত হতে শুরু করছে, তখন বিপক্ষের ভাল খেলোয়াড়দের সঙ্গে পেরে উঠছে না। যেমন গত ম্যাচে শেষ দিকে কেরালার চারজন স্ট্রাইকার একসঙ্গে আক্রমণে উঠতে শুরু করে, আমাদের ডিফেন্ডারদের পক্ষে যা সামলানো কঠিন ছিল। আমাদের খেলোয়াড়রা হয়তো তখন যে ফল ছিল, মানে এক গোলে এগিয়ে থাকা বা ড্র, সেটাই ধরে রাখতে চেয়েছিল বলে রক্ষণাত্মক হয়ে পড়ে। ছেলেদের সঙ্গে কথা বলে এটাই বুঝেছি। কিন্তু এই মানসিকতা ঠিক না। ফল যাই হোক আমাদের ভাল খেলে যেতে হবে। অনুশীলনে আমরা এই নিয়ে অনেক কাজ করেছি। দেখা যাক এই মানসিকতা শোধরাতে পারি কি না”।