
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের নিজেদের প্রথম ম্যাচে সিএফসিকে ৭-০ গোলে হারিয়ে চমৎকার লিগ অভিযান শুরু করল মহমেডান স্পোর্টিং। ছন্দময় ফুটবলেই দুটি হ্যাটটিক করেন ব্যারেটো ও ডেভিড । একটি গোল করেন সাগোলেম বিকাশ সিং।ম্যাচের শুরু থেকেই ম্যাচ দখলে রেখে খেলে গেল মহমেডানের ফুটবলাররা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মহমেডান। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মেহেরাজের ছেলেরা। ঘনঘন আক্রমণ করে শেষ অর্ধে চার-চারটি গোল করে গেলেন ব্যারেটো-ডেভিডরা। এক দশক আগে মোহনবাগানে এসে ময়দান কাঁপিয়ে ছিলেন ব্রাজিলের ব্যারেটো। অদুর ভবিষ্যতে গোয়ার বেনস্টোন ব্যারেটো পুরনো ব্যারেটোর মত হতে পারবে কিনা সেটা সময় বলবে। এদিন মাঠে দর্শক উন্মাদনা ছিল চোখের পড়ার মত।ম্যাচের শেষে মহমেডান কোচ মেহেরাজউদ্দিন বলেন,”প্রথম ম্যাচে ৭ গোলে জয় পাওয়াটা দলের কাছে খুব ইতিবাচক দিক। সামনের ম্যাচে আমাদের ছেলেরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই মহমেডান সদস্য-সমর্থকদের। তারা যে ভাবে আজ মাঠে এসে দলকে উৎসাহ দিলেন তার জন্য ধন্যবাদ।”