
স্পোর্টস ডেস্ক :————-সরাসরি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলার পথে মহামেডান। শনিবার তারা নৈহাটী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে নামবে ইন্টার কাশির বিরুদ্ধে। সাদা কালো দলের হাতে বাকি তিন ম্যাচ এবং সেই তিন ম্যাচের মধ্যে ৫ পয়েন্ট পেলেই প্রথম বারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হবে সাদা-কালো ব্রিগেড।
মহামেডানের ২১ ম্যাচে পয়েন্ট ৪৮। সারা মরসুমে সাদা-কালো ব্রিগেড জিতেছে ১৪টি ম্যাচে, ৬টি ড্র করেছে এবং হেরেছে মাত্র ১টি ম্যাচে। লিগ টেবিলে মহমেডানের ঠিক পরেই রয়েছে শ্রীনিধি ডেকান। মূলত চ্যাম্পিয়নশিপের রাস্তায় এই দলটিই মহমেডানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। লাল সরণির ক্লাবটির থেকে ১ ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ফলে শ্রীনিধি বাকি ৪ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেলেও তাঁদের সংগ্রহ হবে ৫২ পয়েন্ট। অন্য দিকে, মহমেডান এই ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ৫১ পয়েন্টে।