
স্পোর্টস ডেস্ক : —-‘ধর্ম যার যার উৎসব সবার।’ এই কথাটা প্রমাণ করলেন মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ রাজু। পার্ক সার্কাসের ট্রাম ডিপোর সামনের রাস্তায় একটা দুর্গা পুজো হত। আর্থিক কারণে তা বন্ধ হয়ে গিয়েছিল। স্থানীয় পুজো কমিটির সদস্যরা ইস্তেয়াককে সমস্যার কথা বলেন। সাদা কালো সচিব নতুন করে পুজো শুরু করতে বলেন। টাকা নিয়ে ভাবতে হবে না। কিন্তু নতুন করে পুলিশের অনুমতি পাওয়া যাচ্ছে না। তখন বেঁচে ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি। ববি হাকিম,সুব্রত মুখার্জির সাহায্য নিয়ে দিলখুশা স্ট্রিটের ফ্রেন্ডস ক্লাবের দুর্গা পুজো ফের শুরু করলেন ইসতিয়াক আহমেদ। তাঁর এই উদ্যোগ যেন হিন্দু-মুসলিম সম্প্রীতির উদাহরণ। আর সেটা করেই থেমে যাননি। নিজের ধর্মের ঈদে যেভাবে সক্রিয় এখানেও ঠিক তেমনই।পুজোর শুরুর অনেক আগে থেকে শেষ পযর্ন্ত ইসতিয়াকের সক্রিয় উপস্থিতি চোখে পড়ার মতো। এদিন অষ্টমীর দিনে সবাইকে ভোগ খাওয়ানো হয় ইস্তেয়াক পরিবেশনও করেন।ইস্তেয়াক ঢাক বাজালেন ঢাকের তালে নাচলেনও। এদিন মহামেডান সচিব জানালেন,শুনুন ভাই,এই পুজো আমাদের পাড়ার পুজো। এখানে আমার প্রিয় হওয়ার কোনও প্রশ্নই নেই। পুজো কমিটির সকল সদস্যদেরও বিরাট ভূমিকা আছে। এটা ভুলে গেলে চলবে না। আমাকে নায়ক বানিয়ে দেবেন না প্লিজ। তাহলে আমাদের পুজো কমিটির সদস্যদের আন্তরিকতা,উদ্যোগ,সামগ্রিক ভূমিকাকে ছোট করা হয়। আমরা একটা টিম হিসেবে পুজো করছি। সবাই আনন্দ করছি। এটাই তো বড় প্রাপ্তি। আর একটা কথা বলে রাখি, আগে আমি একজন মানুষ। ধর্মকে নিয়ে যখন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তখন খারাপ লাগে। এর থেকে খারাপ কিছু হয় না। যতদিন বাঁচবো ধর্মের উর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করে যাব। প্রত্যেক মানুষের তো একটা ভাল লাগার ব্যাপার থাকে। এই ধরনের কাজ করাটাই আমার কাছে ভাললাগা।”