
স্পোর্টস ডেস্ক :আগামী ৬ জুলাই কলকাতা লিগে নিজেদের অভিযান শুরু করবে মহামেডান স্পোর্টিং ক্লাব। তার আগে রবিবার নতুন মরসুমের জার্সি উন্মোচন করল তারা।
রবিবার ক্লাব তাঁবুতে অনুষ্ঠান করে জার্সি উন্মোচন করল মহামেডান ক্লাব। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার রহিম নবি, টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস মহামেডানের বিনিয়োগকারী সংস্থার সদস্য সহ আরও অনেকে। দুটি জার্সি উন্মোচন করা হয়। একটি হোম এবং আওয়ে জার্সি উন্মোচন করা হয়েছে।
মহামেডান ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মহামেডান ভাল দল তৈরি করছে। কলকাতা লিগে খুব পারফরম্যান্স করছে ওরা। আগামী দিনে চাইব ওরা আইএসএল খেলুক। শুধু তাই নয়, আইএসএল ট্রফিও ওদের হাতে দেখতে চাই।” পাশাপাশি মহামেডান ক্লাব তাঁবু এবং মাঠের প্রশংসা করেছেন তিনি। এছাড়াও প্রসূন বলেছেন, “মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডানের একটা দাপট রয়েছে। এই তিন ক্লাব না থাকলে ভারতীয় ফুটবল ভাল থাকবে না।”এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান,, বাংলার ৩ প্রধানকে বাদ দিয়ে কিছুই হতে পারে না। আমি ওদের সাফল্য কামনা করছি।