
স্পোর্টস ডেস্ক : মহামেডান স্পোর্টিংয়ের পুরোনো কোচ তাড়ানোর ট্র্যাডিশন। হটাৎই কলকাতা লিগে সুপার সিক্সে তোলা আর ডুরান্ড কাপে ৬ গোল দেওয়া কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে বরখাস্ত করা হল। বুধবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে মহমেডানের পরের ম্যাচ। তার আগের দিনই ছেঁটে ফেলা হল মেহরাজকে। এদিন রাতে ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনই জানানো হয়। অন্তর্বর্তী কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ শহিদ রামন।এই পরিবর্তনের সময় সমর্থকদের পাশে থাকার আহ্বান জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। শোনা যাচ্ছে পুরোনো কোচের ওপরই আবার আস্থা রাখতে চাইছেন সাদা কর্তারা। গত কয়েক মরসুমের বিদেশী কোচ আন্দ্রে চের্নিশভকে ফের আনা হচ্ছে । কেন সরানো হল মেহেরাজকে! ক্লাব সচিব ইস্তেয়াক রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাস্যকর যুক্তি দিলেন তার কথায়, আমাদের ইনভেস্টর দীপক কুমার সিংয়ের সিদ্ধান্ত। উনি লিগে বিদেশী কোচ চাইছেন।’ ক্লাবকর্তারা প্রতিবাদ করলেন না কেন! এই প্রশ্নতে রাজু জানালেন, সত্যি বলতে ওকে নিয়ে আমাদেরও আপত্তি ছিল। প্লেয়ায়দের কন্ট্রোল করতে পারছিল না।’ এই বিদেশী কোচকেই কেন আনা হচ্ছে লিগের মাঝপথে! দলের ছন্দ নষ্ট হবে না! আর গত আই লিগেও তো সাফল্য নেই চের্নিশভের।