
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের জয়ের হ্যাটট্রিক করল মহামেডান। এদিন পাঠচক্রকে ৪-০ গোলে হারালো সাদা কালো ব্রিগেড। এদিন ম্যাচের শুরু থেকেই মহামেডান আক্রমণ নির্ভর ফুটবল খেলে । নিজেদের মধ্যে ছোট-বড় পাস খেলে একাধিকবার আক্রমণে উঠছিল। ম্যাচের ২৬ মিনিটে গোল করেন টিম ডেভিড।প্রথমার্ধে ১-০ গোলের ফলাফল নিয়েই বিরতিতে যায় তারা। যদিও
দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে মহামেডান। ৬১ মিনিটের দ্বিতীয় গোলটি করেন বিকাশ সিং। অন্যদিকে ২ গোলে পিছিয়ে পড়ার পর খেলা কার্যত ছেড়ে দেয় পাঠচক্র। এই সুযোগ নিয়ে আরও দুটি গোল করে দেয় মহমেডান। ৮৪ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় গোলটি করেন ব্যারেটো। এই ঘটনার মিনিট ছয়েক পরেই ম্যাচের গোলটি হয়। চতুর্থ গোলটি করেন সুজিত সিং। এই সুবাদে ৪-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে মহামেডান।নিজেদের পরের ম্যাচে আগামী ২৫ তারিখ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মহামেডান
পাঠচক্র পরপর চার ম্যাবচ খেলে চারটিতেই হারল। তবে গত তিন ম্যা চে খারাপ খেললেও এদিন যথেষ্ট লড়াই করল পাঠচক্র। মাঠ ভর্তি দর্শকদের সামনে সমানে লড়াই করে গেলেন পাঠচক্রের ফুটবলাররা। মহমেডানের আক্রমণ সামলে প্রতি আক্রমণে উঠে গিয়েছেন। দুই বার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে সুরজিত দিনের সহজ সুযোগ নষ্ট করেন। বড় মঞ্চে অখ্যালতদের বিখ্যাকত হওয়ার আহবান করে। সুরজিৎ ঘোষ সেই আহ্বানে আজ সাড়া দিতে পারেননি।
এদিকে প্রিমিয়ার ডিভিশনে আরও চারটি ম্যাওচ ছিল। সাদার্ন সমিতি অবশেষে জয়ে ফিরল। এদিন ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারায় রঞ্জন ভট্টাচার্যের সাদার্ন। ডায়মন্ডহারবার এফসি ২-০ গোলে হারাল সিএফসিকে। টালিগঞ্জের বিরুদ্ধে ১-০ গোলে জিতল পিয়ারলেস। এরিয়ানকে ২-১ গোলে হারাল ক্যা লকাটা কাস্টমস।