
ব্যুরো রিপোর্ট : কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক। মাথার উপরে গঙ্গা, নীচ দিয়ে ছুটবে মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবার মেট্রোর কৃতিত্বে ভাগ বসালো বামপন্থীরা। এ প্রসঙ্গে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘আজ যে মেট্রোরেলের রুট উদ্বোধন হচ্ছে, আসলে তার পুরো কৃতিত্বই রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকারের। ২০০৯-এর ২২ ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিকল্পনা ও প্রকল্পের শিলান্যাসের ছবিও পোস্ট করেন মহম্মদ সেলিম। ছবিতে রয়েছেন সেই সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, তড়িৎ বড়ন তোপদার, অমিতাভ নন্দী, সুধাংশু শীল এবং সাংসদ মহম্মদ সেলিম’।