
অঞ্জন চট্ট্যোপাধ্যায়া,ওঙ্কার বাংলাঃ গত কয়েক বছরে বারবার কলকাতা ময়দানের শাসক দলের নেতাদের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। মোহনবাগান ক্লাবে তো আবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ক্লাবের সহ সভাপতি আর ফুটবল সচিব হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দোপাধ্যায়। সেই ক্লাব বিতর্কতে জড়ালো ২১ জুলাই।
শহিদ দিবসের দিন বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা মোহনবাগান মাঠে নতুন গেট যা পেলে, সোবার্স, মারাদোনার নামে সেই গেটের ভেতরে বিভিন্ন রাজ্য থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকরা ক্যাম্প করে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন। আর মেনুতে ডিম -ভাত তো আছেই সঙ্গে আছে মাছও। সেই ছবি মুহূর্তে ভাইরাল হতে কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়। কেন খেলার মাঠে রাজনৈতিক সমাবেশে আসা কর্মীদের ঢুকতে দেওয়া হবে! ক্লাবের নিরাপত্তা কোথায়! সেটা কেউ জানে না! ক্রিকেটের মক্কা ইডেন গার্ডেন্স এও তৃণমূলের কর্মীদের ঢোকার ছবি ভাইরাল হয়। এবারে বাদ গেলো না মোহনবাগান মাঠও।
কী কারণে এই জিনিস হচ্ছে সেটা মোহনবাগান সচিব দেবাশিস দত্তর থেকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘জনসমুদ্র তো আটকানো যায় না। ওদের অনেকে আছে মোহনবাগান সমর্থক। কী করা যাবে। নিরাপত্তার দায়িত্ব পুলিশের।’ মোহনবাগান ফুটবল সচিব তথা মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।