
স্পোর্টস ডেস্ক :অবশেষে মুখোমুখি। দত্ত টু দত্ত। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি ifa সচিব অনির্বান দত্ত ও আর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সৌজন্য সাক্ষাৎ। ওইটুকুই। পরে আর কথা হল না। সঙ্গে ছিলেন মহমেডান সচিব ইসতিয়াক আহমেদ ও প্রাক্তন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। গত কয়েকদিন ধরে মোহনবাগানের কলকাতা লিগে ডার্বি না খেলায় তাঁদের ২ জনের কথার লড়াইয়ে উত্তাল ছিল কলকাতা ময়দান। এদিন দেবাশিস বললেন, সৌজন্য হল। ব্যক্তিগত লড়াই তো নেই। আর ডার্বি তো আবেগ এটা খোলা মাঠে তো হয় না।’দেবাশিস দত্ত আরও বলেন, ‘কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও সুলেখা এক নতুন পথের সূচনা করল। বাংলার ফুটবল মোটেই খারাপ জায়গায় নেই। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান তিন ক্লাবই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে।’
ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকারের কথায়, ‘সিএসজেসির পাশে আমরা সব সময় আছি।