
স্পোর্টস ডেস্ক :মোহনবাগানের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্দ পেলেন নতুন ক্লাব। ইউরোপের সাইপ্রাসের ক্লাব এইকে লারনাকা ফুটবল ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এই স্প্যানিশ কোচ । আগামী মরসুম থেকে সেখানকার প্রথম টায়ারের এই টুর্নামেন্টেই কোচিং করাতে চলেছেন জুয়ান । এখনো পর্যন্ত দুইবার সাইপ্রিওট কাপ জেতার পাশাপাশি একবার সাইপ্রিওট সুপার কাপ জিতেছে এই ফুটবল দল। এই ক্লাবকেই এবারে সাফল্য এনে দেওয়া চ্যালেঞ্জ জুয়ানের। গত মরসুমে ফেরান্দকে সরিয়ে আর আন্টেনিও লোপেজ হাবাস কোচ করে সবুজ মেরুন ব্রিগেড।ফেরান্দোর অধীনে মোহনবাগান সুপার জায়ান্ট (তখন নাম ছিল এটিকে মোহনবাগান) ২০২২-২৩ মরসুমে আইএসএল ট্রফি জিতেছিল এবং আর তারপরে ডুরান্ড কাপ ঘরে তুলেছিল। যদিও গতবার আইএসএলে কিছুটা ছন্দে হারিয়ে ফেলে মোহনবাগান। শুরুটা ভালো হলেও সুবজ-মেরুন দল হটাৎ ব্যর্থতায় ডুবে যায় । এই সময় পাঁচটি গোল করে আটটি গোল হজম করে। তার আগে এএফসি কাপ থেকেও ছিটকে যায় টিম বাগান। প্রথম তিনটি ম্যাচের পরে অনেকটা এগিয়ে থাকার পরও শেষ তিনটি ম্যাচে হেরে গিয়ে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যেতে পারেনি মোহনবাগান। এরআগে এফসি গোয়াকে ফেরান্দ ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন করান।মূলত তার ম্যান ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরেই হাবাসকে দলের দায়িত্ব দেওয়া হয়। হাবাস দায়িত্ব নিয়েই মোহনবাগানকে লিগ শিল্ড জেতান আর আইএসএল ফাইনালে তোলে। যদিও সূত্রের খবর পরেরবার আর মোহনবাগানের কোচ থাকতে চান না হাবাস।