
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের প্রথম ম্যাচেই ভবানীপুর এফসির কাছে ১-১ গোলে আটকে গেল মোহনবাগান। এদিন বারাকপুর স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটে গোল পায় বাগান।ফ্রিকিক থেকে গোল করে সবুজ মেরনকে এগিয়ে দেন শিবাজিৎ সিং । যদিও গোল খেলেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি ভবানীপুর ।আর ম্যাচের ২৮ মিনিটে, অধিনায়ক জিতেন মুর্মুর গোলে সমতা ফেরায় ভবানীপুর।
প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।সেকেন্ড হাফে দফারদিনের পরিবর্তে মাঠে নামেন ব্রিজেশ গিরি আর এংসনের বদলে আসেন টংসিন । ম্যাচের ৭৪ মিনিটে, সুহেইল ভাটের শট বারপোস্টের ওপর দিয়ে চলে যায়।
ভবানীপুর একাধিক গোলের সুযোগ তৈরী করলেও বাগানের শক্ত ডিফেন্স ভেদ করতে তারা ব্যর্থ হয়। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।