
স্পোর্টস ডেস্ক :সুহেল ভাটের একমাত্র গোলেই ডাউনটাউন এফসিকে হারিয়ে ডুরান্ড কাপ শুরু করে মোহনবাগান। স্বাভাবিকভাবেই খুশি সুহেল। এদিন তিনি জানালেন, খুব ভালো লাগছে জয় দিয়ে শুরু করে। আর নিজে গোল করতে পেরে। এটাই বজায় রাখব। প্রথমার্ধে ভালো না খেললেও সেকেন্ড হাফে আমরা নিয়ন্ত্রণ রাখি।’অন্যদিকে মোহনবাগানকে কলকাতা লিগে জয়ে ফিরিয়ে কোচ বাস্তব রায় বললেন, আমি কিছু করিনি গোল করেছে প্লেয়াররা জিতিয়েছে প্লেয়াররা।’কষ্ট করেই জয় পেয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মোহনবাগান। এদিন যুবভারতীতে কাশ্মীরের দল ডাউন টাউন এফসিকে যুবভারতীতে ১-০ গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড। একমাত্র গোলটি করেন সুহেল ভাট। এদিন মোহনবাগান একপ্রকার জুনিয়র দলই মাঠে নামায়। অধিনায়কের ভূমিকায় সবুজ মেরুন জার্সিতে নামতে চলেছেন তারকা বিদেশি টম অলড্রেড।যদিও ম্যাচের শুরু থেকে মোহনবাগানকে বেশ ছন্নছাড়া মনে হয়। তার থেকে বেশি ডাউন টাউন অনেক বেশ আক্রমণ করে।২৭ মিনিটে মাথায় ডাউনটাউন ফ্রি কিক পেলেও গোল পায়নি। ৩৪ মিনিটে ডাউন টাউনের ডেরিয়াস স্নোটন পিয়ারউড মোহনবাগান বক্সে একা ঢুকে গোল করতে গেলেও বাইরে মারেন। অল্পের জন্য রক্ষা পায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে।যদিও মোহনবাগানকে সেকেন্ড হাফে অনেক সংঘবদ্ধ মনে হয়।৭৩ মিনিটে আশীষ রায়ের অসাধারণ পাসে গোল করে যান সুহেল ভাট। গোল পেয়ে অক্সিজেন পায় মোহনবাগান। ম্যাচ শেষ হয় ১-০ ব্যবধানেই। জয়ের পরে স্বাভাবিকভাবেই খুশি বাঙালি কোচ বাস্তব রায়।আগামী সোমবার শুরু হবে মোহনবাগান দিবসে মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন। এদিন জমকালোভাবে শুরু হয় ১৩৩ তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ। সেনাবাহিনীর বিভিন্ন অনুষ্ঠান হয় হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।