
স্পোর্টস ডেস্ক: প্রবল বৃষ্টি ছাতাও বাঁধ মানছে না। তার মধ্যেই মোহনবাগান নিল আগামীর শপথ। বৃহস্পতিবার সুবজ-মেরুন শিবিরে পালিত হল ১৭ বার ডুরান্ড কাপ জয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সহ বাকিরা। সঙ্গে ছিলেন কোচ জুয়ান ফেরান্দ সহ ডুরান্ড জয়ী দল। দলের অনুশীলনের মাঝপথে ক্লাব লনে পতাকা তোলা হয়। মোহনবাগান কোচ ফেরান্দো জানিয়েছেন, খুব ভালো লাগছে ডুরান্ড ট্রফি জিততে পেরে। তবে তাঁদের টার্গেট এবার এএফসি কাপ পাশাপাশি আইএসএল। যদিও ট্রফি ছাড়াই হল সেলিব্রেশন। খুব তাড়াতাড়ি সঞ্জীব গোয়েঙ্কা ক্লাবে ট্রফি পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে বললেন,’আমি ওদের নিয়ে কোনো কথা বলতেই চাই না। আমাদের টার্গেট এখন এএফসি কাপ। সেখানে তো ইস্টবেঙ্গল নেই। ওড়িশা এএফসি আছে। ওদের এতো হারিয়েছি আর বলতে চাই না।মোহনবাগান মানেই লড়াই। ১৯১১ সাল থেকেই মোহনবাগান লড়াই করে আসছে। এটা মোহনবাগানের জন্য ঐতিহাসিক বছর প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ২৩ বছর পরে ডুরান্ড চ্যাম্পিয়ন, ক্রিকেটে পি সেন ট্রফি জয়, আথলেটিক্স জয় আর দীর্ঘদিন পরে হকিতে জয়। সবকিছুতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন। সেই কারণে ওদের কথা বলা সাজে না।’