
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগ থেকে ছিটকে গেছে সবুজ মেরুন। ডুরান্ড ফাইনালেও হার। তবু মরসুমের শুরুতে ঠিকই ট্রফি জিতল মোহনবাগান এসজি। তাও আবার ইস্টবেঙ্গলকে হারিয়ে। হতে পারে প্রদর্শনী ম্যাচ। নবাবের শহরে তবু ডার্বির রঙ থাকল সবুজ মেরুন। লখনউতে কলকাতা ডার্বিতে নির্ধারিত সময়ে ফলাফল ছিল ১-১। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জিতে যোগী আদিত্যনাথের শহরে ট্রফি উন্মাদনায় ভাসে সবুজ মেরুন ব্রিগেড। নির্ধারিত সময়ে প্রথমার্ধে সুহেল ভাট এগিয়ে দেন মোহনবাগানকে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান লাল হলুদের আশিক। টাইব্রেকারে অবশ্য মোহনবাগানের ফেভারেই যায় ফলাফল। মাঠে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ১৯৫৫ সালের ৩০ আগস্ট মোহনবাগান নবাবের শহরে খেলেছিল সবুজ মেরুন। অন্যদিকে, এই প্রথমবার লখনউতে খেলল ইস্টবেঙ্গল।
মাঠে ছিলেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে মাঠের অবস্থা ছিল খুব খারাপ।