
স্পোর্টস ডেস্ক :গতবার ক্রাইসিস তৈরি হয়েছিল, এবারেও ক্রাইসিস তৈরি হল। অনলাইনের পর, অফলাইনে ডার্বির টিকিট বিক্রির প্রথমদিনই ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়ে দিল ‘সোল্ড আউট’। গতবারের হয়রানির কথা মনে রেখেই, কেউ মাঝরাত, কেউ ভোররাত থেকে ১৮ আগস্ট ডুরান্ডে ডার্বির টিকিটের জন্য ক্লাবে লাইন দেয়। সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত টিকিট দেওয়ার কথা ছিল। ৬টা বাজতেই ডুরান্ড কর্তৃপক্ষ সমাজমাধ্যমে অফিশিয়ালি জানিয়ে দেয় সোল্ড আউটের কথা। অনলাইনেও টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। বাকি টিকিট অফলাইনেই দেওয়ার কথা ছিল। তাও শেষ এখন। এই মরসুমে প্রথমবার ডুরান্ড ডার্বিতেই সিনিয়র দলের ফুটবলারদের দেখা যাবে। পূর্ণশক্তির দলের লড়াই দেখতে চাহিদা দ্বিগুণ। ডুরান্ড কর্তৃপক্ষ এবার টিকিট বণ্টন নিয়ে সচেতন ছিল। আগের জানিয়ে দেওয়া হয়, ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। কিন্তু টিকিট বিক্রি শুরু হতেই বোঝা যায় সমর্থকদের চাহিদা নির্ধারিত টিকিটের চেয়ে অনেক বেশি। পরপর দুটো ম্যাচ জিতে দু’প্রধানই পরের রাউন্ডে কোয়ালিফিকেশনের জায়গায় রয়েছে। তবে গোলপার্থক্যে কিছুটা হলেও এগিয়ে মোহনবাগান।