
স্পোর্টস ডেস্ক :-খুশির খবর বাংলার ৩ প্রধানের ফুটবল সমর্থকদের জন্য। এবার স্কুলে পড়তে হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের ইতিহাস। এবছর থেকেই স্কুলের ইতিহাস বইয়ের পাঠ্যপুস্তকে যুক্ত হতে চলেছে মোহনবাগান ইস্টবেঙ্গল ও মহামেডান এর ইতিহাস।এই বিষয়ে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, স্বাধীনতার আগে এবং পরে এই তিন ক্লাবের অবদান সম্পর্কে ছাত্রছাত্রীদের জানার প্রয়োজন রয়েছে। এই কারণেই সংসদ এই তিন ক্লাবের ইতিহাস পাঠ্যবইয়ে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। শতবর্ষ প্রাচীন মোহনবাগানের আইএফএ শিল্ড জয় সহ বিভিন্ন সময় এই তিন ক্লাবের গুরুত্বপূর্ণ ট্রফি জয় এবং ইতিহাস তুলে ধরা হয়েছে পাঠ্যবইয়ে। ১৯১১ সালে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয়ের সঙ্গে যুক্ত ফুটবলারদের নাম ছবি সহ বিস্তারিত উল্লেখ রয়েছে পাঠ্যতে। তবে কত সাল থেকে কত সাল অবধি ৩ প্রধানের ইতিহাস থাকবে সেটা অবশ্য জানা যায়নি।