
স্পোর্টস ডেস্ক : মরসুমে দলগঠনে বেশ চমক দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট।টম অ্যালড্রেডের পর আরও এক বিদেশী সই করালো সবুজ মেরুন ব্রিগেড। ২ বছরের জন্য স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজকে সই করাল তারা । ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব ব্যানডুং থেকে মোহনবাগান তাকে ছিনিয়ে নিল । গত বছর ইন্দোনেশিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে পার্সিব ব্যানডুং সেখানে এই ফুটবলার ডিফেন্স পজিশনে ভালো পারফরমেন্স করেন।।প্রায় ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা তার প্লাস পয়েন্ট । স্পেনের বিভিন্ন টুর্নামেন্টে দাপিয়ে খেলেছেন।বাগানে যোগ দিয়ে উচ্ছসিত রডরিগেজ বললেন,’গত কয়েক বছর ধরেই আইএসএলের ম্যাচগুলোর দিকে নজর রেখেছিলাম মোহনবাগানের ম্যাচও দেখেছি। মোহনবাগান যে দাপট দেখিয়েছে আমি লক্ষ করি। আইএসএলে শাসন করেছে মোহনবাগান মোহনবাগানের সমর্থকদের ফুটবলপ্রেমই আমাকে কলকাতায় টানল। প্রতি ম্যাচেই দেখেছি সমর্থকরা গ্যালারি ভর্তি করে খেলা দেখতে এসেছে। দলের জন্য গলা ফাটিয়েছে। মাঠ ভর্তি দর্শকের সামনে খেলতে মুখিয়ে আছি। ভারতে মোহনবাগানের যার কোনও বিকল্প নেই। আবেগে এবং সমর্থনের ব্যাপারে বাগান সমর্থকরাই সেরা। চ্যাম্পিয়ন ট্রফি এবারও ধরে রাখতে চাই। সবুজ-মেরুন জার্সিতে যতগুলো টুর্নামেন্ট খেলব, সবকটা টুর্নামেন্টই চ্যাম্পিয়ন হতে চাই।দলে চতুর্থ বিদেশীকে সই করিয়ে বাগান কোচ হোসে মোলিনা জানালেন,’ ও একজন শক্তিশালী আর আগ্রাসী ফুটবলার । সবথেকে বড়ো ব্যাপার ওর দু’পা সমান চলে। ওর সব থেকে বড় গুণ হল, দক্ষতার সঙ্গে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণও তৈরি করতে পারে। গত বছর ইন্দোনেশিয়ায় নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আমি খুশি, ও একটা সেরা ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায়। আশা করছি ভালো পারফরমেন্স করব আমরা।’