
স্পোর্টস ডেস্ক :হাবাস তো ছিলই দলের সঙ্গে, ফেরান্দো কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো। Islমাঝখানেই এই ঘোষণা করল ক্লাব। আসন্ন কলিঙ্গ সুপার কাপ থেকে দলকে প্রশিক্ষণ দেবেন তাদের আন্তোনিও লোপেজ হাবাস। গত আইএসএলে ও ডুরান্ড কাপে খেতাব জিততে দলকে সাহায্য করার জন্য ফেরান্দোকে ধন্যবাদ জানানো হয়। এই বিষয়ে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন,হাবাস আমাদের টিডি ছিলই। জুয়ান ব্যর্থ হচ্ছিল, ম্যানেজমেন্ট আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে জুয়ানকে রিলিজ দেওয়ার এবং হাবাসকে পূর্ণ সময়ের দায়িত্ব দেওয়ার।’ তবে দায়িত্ব পেলেও হাবাস কতদিনে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন সেটা তিনি জানাননি। তিনি বলেন, ‘হাবাসের ভিসা হয়নি, পেলেই আসবেন।’ জানুয়ারিতে ট্রান্সফার নিয়ে দেবাশিস জানালেন,ট্রান্সফার নিয়ে যা হাবাস ঠিক করবেন তাই হবে। তিনি কোন প্লেয়ারের রিপ্লেসমেন্ট চাইছেন, কাকে চাইছেন সেটা তিনিই ঠিক করবেন।’
এ মরশুম ডুরান্ড কাপ জয় দিয়ে শুরু করলেও যে উদ্দেশ্য নিয়ে বিপুল অর্থ ব্যয় করে এ মরশুমের আগে দল গড়েছিল সবুজ-মেরুন বাহিনী, সেই এএফসি কাপে অপ্রত্যাশিত ভাবে খারাপ ফল করে তারা। বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে যেমন কোনও ম্যাচে জিততে পারেনি তারা, তেমন ওডিশা এফসি-কে প্রথমে চার গোলে হারালেও পরে তাদের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে যেতে হয় তাদের। এর পরে আইএসএলেও শুরুটা ভাল করলেও বছরের শেষ তিন ম্যাচে টানা হারে তারা, যা তাদের আইএসএল ইতিহাসে কখনও হয়নি। সম্ভবত এই ব্যর্থতার কারণেই দলের দায়িত্ব ছেড়ে দিলেন ফেরান্দো।