
স্পোর্টস ডেস্ক :বাংলার ফুটবলে মোহনবাগান ও মহমেডানের লড়াইকে অনেকে ‘মিনি ডার্বি’ বলে ডাকলেও শনিবার দুই ঐতিহ্যবাহী ক্লাবের দ্বৈরথকে কোনও দিক থেকেই এই নামে ডাকা যায় না। দুই শিবিরের প্রস্তুতিতে খেলোয়াড়-কোচেরা যে রকম সিরিয়াস, সাংবাদিক বৈঠকে দুই কোচ একে অপরকে যে রকম শ্রদ্ধার বার্তা দিলেন, তাতে শনিবারের ম্যাচ কোনও দিক থেকেই ইস্টবেঙ্গলের এবং মোহনবাগানের কলকাতা ডার্বির চেয়ে কম উত্তেজনাপূর্ণ হবে বলে মনে হচ্ছে না।
লিগ তালিকায় কলকাতার দুই প্রধানই এখন সমান জায়গায়। জয়, হার, ড্র এবং পয়েন্টের দিক থেকে দুই দলই একই অবস্থায়। শুধুমাত্র গোলপার্থক্যের বিচারে মোহনবাগান এসজি এক ধাপ পিছিয়ে মহমেডান এসসি-র চেয়ে। তাই দুই কোচই মনে করেন, শনিবারের ম্যাচ তাঁদের দলের পক্ষে বেশ কঠিন হয়ে উঠতে চলেছে।
সবুজ-মেরুন বাহিনীর স্প্যানিশ কোচ হোসে মোলিনা শুক্রবার সাংবাদিকদের বলেন, “মহমেডান মরশুমের শুরু থেকেই খুব ভাল খেলছে। প্রতি ম্যাচেই প্রতিপক্ষদের চাপে ফেলে দিচ্ছে ওরা। কাল আমাদের কাছে মোটেই সহজ হবে না ম্যাচটা। মহমেডান এসসি-কে হারাতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। ওরা আমাদের হারানোর জন্য অনেক লড়াই করবে। তবে ম্যাচটা ভাল হবে বলেই মনে হয়। আশা করি, আমরা ভাল খেলব, গোল করব ও জিতব। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে আমরা চাপে ফেলার চেষ্টা করি। এই ম্যাচেও সেই চেষ্টাই থাকবে”।
অন্য দিকে মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভের কথা শুনে মনে হল প্রতিপক্ষ সম্পর্কে তিনি একটু বেশিই শ্রদ্ধাশীল। তিনি বলেন, “মোহনবাগান এসজি শুধু যে আইএসএলের অন্যতম সেরা দল, তা নয়, ওরা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা দল। ওরা অনেক খেতাব জিতেছে এবং সত্যিই শক্তিশালী দল। ওদের মতো শক্তিশালী বিরুদ্ধে নামার জন্য আমাদের তৈরি থাকতেই হবে। ওদের দলের অনেকেই ভারতীয় দলের হয়ে খেলে। ওদের বিদেশীরাও যথেষ্ট ভাল। ম্যাচটা খুব আকর্ষণীয় হতে চলেছে। ওদের একজন বা দু’জন খেলোয়াড়কে নিয়ে আলাদা করে ভাবার অবকাশ নেই। কারণ, পুরো দলটাকে নিয়েই চিন্তা আমাদের”।