
স্পোর্টস ডেস্ক : গত মরসুমে আইএসএল লিগ শিল্ড আর কাপ জোড়া মুকুট জিতেছে মোহনবাগান। আর এবারে চ্যাম্পিয়ন হওয়ার ফলে নেক্সট জেন কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
এদিন নেক্সট জেন কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেল। প্রিমিয়ার লিগ নেক্সট জেনারেশন কাপে গ্রুপ বি-তে সবুজ-মেরুন ব্রিগেড। তাদের প্রতিপক্ষ এফসি গোয়া, নটিংহ্যাম ফরেস্ট ও ইপসুইচ টাউন।
ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী ক্লাবের সঙ্গে খেলবে মোহনবাগান। বছরের মাঝামাঝি সময়েই হবে টুর্নামেন্ট।