
স্পোর্টস ডেস্ক :-ভবানীপুরের কাছে ড্র করার পরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেনবোর কাছেও আটকে গেলো মোহনবাগান। এদিন বারাকপুরে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করলো টিম বাগান। এদিনের ম্যাচের শুরুতেই ১৪ মিনিটে সবুজ মেরুনকে এগিয়ে দেন সুহেল ভাট । প্রথম গোল করার কিছুক্ষণ পরেই ২৬ মিনিটে নিজের আর দলের দ্বিতীয় গোল করেন সুহেল।ফলে ২-০ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন।ভাবা হচ্ছিলো হয়ত মোহনবাগান অনেক বড়ো ব্যবধানে জিতবে কিন্তু না হল না। প্রাক্তন মোহনবাগানিদের কাছে আটকে গেলো টিম সবুজ মেরুন ব্রিগেড। গোল খেয়ে রেনবো গোল করতে মরিয়া হয়ে ওঠে। আর ফলও পাওয়া গেলো। ম্যাচের ৪৪ মিনিটে ফ্রি কিক থেকে অনবদ্য গোল করেন রেনবো অধিনায়ক সৌরভ দাশগুপ্ত। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের ডিফেন্ডার সায়ন দাস বক্সে ফাউল করেন রাজেন বর্মণকে । আর পেনাল্টি পেয়ে গোল করেন রাজন বর্মণ। এরপর মোহনবাগান গোল করার চেষ্টা করলেও বাগানের প্রাক্তন বাজপাখি শিল্টন পালের দক্ষতায় সেটা সম্ভব হয়নি।এই ড্রয়ের পরে মোহনবাগানের লিগে পয়েন্ট হল ২ ম্যাচে ২ পয়েন্ট।এরপর আগামী ১৩ জুলাই ডার্বিতে নামবে মোহনবাগান। যদিও কোন মাঠে ডার্বি হবে সেটা এখনও ঠিক হয়নি।