
স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগে নৈহাটীতে ইস্টার্ন রেলকে ৫-০ ব্যবধানে হারিয়ে অক্সিজেন পেলো মোহনবাগান। ম্যাচে হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন ।এদিন প্রথম থেকেই গোলের জন্য মরিয়া দেখায় মোহনবাগানকে। আর ৩১ মিনিটে ফারদিনের গোলে এগিয়ে যায় টিম বাগান। ডান দিক থেকে ক্রস করেন টাইসন। বল পেয়ে গোল করতে ভুল করেননি ফারদিন। এরপরও গোলের সুযোগ আসে। তবে গোল করতে পারেনি টিম বাগান। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানেই।দ্বিতীয়ার্ধে আক্রমণ যেমন বাড়ায় মোহনবাগান তেমনই রেল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।ম্যাচের ৬৪ মিনিটে মোহনবাগানের দ্বিতীয় গোল করেন সালাউদ্দিন। এরপর ৭৯ মিনিটে তৃতীয় গোল করেন রাজ বাসফোরের । এর ৩ মিনিট পরেই ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে চতুর্থ গোলটি করলেন সালাউদ্দিন। আর অতিরিক্ত সময়ে অসাধারণ গোল করে নিজের হ্যাটট্রিক আর দলের পঞ্চম গোল করে মাঠ ছাড়লেন। সালাউদ্দিন যে মোহনবাগানের চলতি কলকাতা লিগে একটা ভালো আবিষ্কার সেটা বলাই যায়।