
স্পোর্টস ডেস্ক :
আগামী মরসুমের জন্য মোহনবাগানের নতুন কোচ হলেন হোসে মোলিনা। আন্টেনিও লোপেজ হাবাস আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পরেই জানিয়ে দেন যে তিনি আর বাগানের কোচ থাকতে রাজি নয়। এরপরে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট নতুন কোচের সন্ধান করে। অবশেষে তারা মোহনবাগানে মোলিনাকে কোচ করে
কোচিং জীবনের অন্যতম সফল জোসে ফ্রান্সিকো মোলিনা গত তিন বছর ছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডাইরেক্টর।
সবুজ মেরুনের দায়িত্ব নেওয়ার পর স্পেনিশ কোচ বলেন, মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত । চেষ্টা করবো ক্লাবকে আরও বেশি সাফল্য
এনে দেওয়া। বিশেষ করে আমি সম্মানিত হয়েছি ক্লাবের কর্ণধার ড,সঞ্জীব গোয়েঙ্কার কাছে। আমাকে প্রধান কোচ নির্বাচিত করার জন্যে।
মোহনবাগান আইএসএল শিল্ড জিতে মর্যাদাপূর্ণ AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এর জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করেছে।এছাড়া ডুরান্ড কাপ আর আইএসএলেও মোহনবাগানকে সাফল্য দেওয়া চ্যালেঞ্জ থাকবে বাগানের নতুন কোচের
তবে এই প্রথম নয় ২০১৬ সালে এটিকের হয়েও তিনি কোচিং করিয়েছেন আর সেবার এটিকে চ্যাম্পিয়নও হয়।