
স্পোর্টস ডেস্ক :ইন্ডিয়ান সুপার লিগে ৫০ ম্যাচ খেলা স্কটিশ ফরোয়ার্ড ও উইঙ্গার গ্রেগ স্টুয়ার্ট যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টে। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে এই খবর জানানো হয়। তিনি সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়ায় তাদের নতুন স্প্যানিশ কোচ হোসে মলিনার একজন অ্যটাকিং মিডফিল্ডার-ফরোয়ার্ডের অভাব পূরণ হবে বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে আইএসএলে দু’টি ক্লাবের লিগশিল্ড জয়ে অভিজ্ঞ স্কটিশ তারকা স্টুয়ার্টের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০২১-২২ মরশুমে গোল্ডেন বল জেতেন তিনি। পাসিং, গোলের সুযোগ তৈরি ও গোল করা, সব দিক থেকেই পারদর্শী এই ফুটবলার মোহনবাগান শিবিরে যোগ দেওয়ায় দলের আক্রমণের শক্তি বাড়তে পারে। এর আগে জনি কাউকো যে ভূমিকা পালন করতেন, ঠিক সেই ভূমিকা না হলেও তাঁর চেয়েও কার্যকরী হয়ে উঠতে পারেন এই স্টুয়ার্ট। ভাল ফর্মে থাকলে মোহনবাগান আক্রমণে স্টুয়ার্টের সঙ্গে দিমিত্রিয়স পেট্রাটস ও জেসন কামিংসের এক মারাত্মক ত্রিভূজ তৈরি হয়ে উঠতে পারে। তাঁকে কী ভাবে দলের কাজে লাগাবেন কোচ, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।গত বছর ডিসেম্বরে মুম্বই ফুটবল এরিনায় প্রথমে গোল করে ও পরে অ্যাসিস্ট করে মোহনবাগান এসজি-কে ২-১-এ হারানো স্টুয়ার্ট এ বার সবুজ-মেরুন শিবিরে যোগ দিয়ে ক্লাব মিডিয়াকে বলেন, “ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলার স্বপ্ন ছিল। ভারতের সব ফুটবল স্টেডিয়ামের পরিবেশই আমার চেনা। তবে মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী ও ভারতসেরা ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার রোমাঞ্চই আলাদা। ক্লাব ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞ। ক্লাবের প্রতি সবুজ-মেরুন সমর্থকদের আবেগ ও ভালবাসা আমি দেখেছি। তারাই ভারতের সেরা। নিজের সেরাটা দিয়ে এ দেশের দুটি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছি। এ বার লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টকে ফের চ্যাম্পিয়ন করা ও সমর্থকদের মুখে ফের হাসি ফোটানো। আমি জানি ভারতের আর অন্য ক্লাবে খেলে এই স্বাদ পাওয়া যাবে না”।
ভারতীয় ক্লাব ফুটবলের সেরা লড়াই কলকাতা ডার্বিতে খেলার জন্যও খুবই আগ্রহী স্টুয়ার্ট। ডার্বি প্রসঙ্গে তিনি বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি খেলার প্রবল ইচ্ছাও আমার মোহনবাগান এসজি-তে সই করার একটা বড় কারণ। এশিয়ার অন্যতম সেরা এই কলকাতা ডার্বি। এই ম্যাচে মাঠে নামার স্বপ্নও দেখি আমি। ভারতে অনেক কঠিন ম্যাচে জিতেছি। কিন্তু এই ডার্বি জেতার স্বাদ পাইনি। সে কথাও মাথায় থাকবে আমার।’