
ওঙ্কার দে: জুনিয়র লেভেলেও ডার্বির রঙ সবুজ মেরুন। এই নিয়ে সিনিয়র আর জুনিয়র মিলিয়ে ১২ টি ডার্বির মধ্যে ৯ টি ডার্বিতে জয় পেল মোহনবাগান। এদিন নৈহাটিতে অনূর্ধ্ব ২১ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগের( জোনাল পর্ব) বড় ম্যাচে মোহনবাগান ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গলকে। একমাত্র গোল টংসিন এর।
প্রথমার্ধ ছিল গোল শূন্য। দুই দল একাধিক সুযোগ পেলেও গোল পায়নি । তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে অসাধারণ গোল করে যান টংসিন। গোল খেয়েও ফিরে আসার সুযোগ পায় ইস্টবেঙ্গল । ৬১ মিনিটে পেনাল্টি পায় লাল হলুদ। পেনাল্টিকে কাজে লাগাতে পারেনি লাল-হলুদ। হতাশ হয়েই মাঠ ছাড়লো টিম লাল হলুদ।