
স্পোর্টস ডেস্ক :——লিগ শিল্ড জেতা ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে মোহনবাগানের। এদিন এফসি গোয়া জামশেদপুর এফসিকে ৩-২ ব্যবধানে হারায়।ফলে তাদের পয়েন্ট হল ২১ ম্যাচে ৪২। মোহনবাগানের ও তাই যদিও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। গোয়ার শেষ ম্যাচ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪৫। মোহনবাগানের বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে । সেই ম্যাচ জিতলে পয়েন্টও হবে ৪৫। শেষ ম্যাচে যুবভারতীতে মুখোমুখি হবে মুম্বই এফসি ও মোহনবাগান। এখন পয়েন্ট তালিকায় সবার উপরে মুম্বই। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। তাঁদের যুবভারতীতে ড্র করলেই চলবে কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। অর্থাৎ বাকি দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করা চলবে না বাগানের। একইসঙ্গে নজর রাখতে হবে গোয়ার দিকেও।বেঙ্গালুরু এফসি ম্যাচেও কোচিং করাতে পারবেন না বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস। কারণ এখনও হাবাস পুরোপুরি সুস্থ হননি।ম্যানুয়াল প্যারেজ বলেন, “চাপ একই। তিন দিন আগেও একই ছিল। দিল্লির বিরুদ্ধে জিতেছি। এবার লক্ষ্য বেঙ্গালুরু। চাপ সবেতেই থাকে। এটা আলাদা কিছু না। আমাদের লক্ষ্য বেঙ্গালুরু থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরা।আমাদের সব ম্যাচ জিততে হবে। চাপ একটাই। ট্রফি জয়ের চাপ। তারমধ্যে খেলাটা উপভোগ করতে হবে। আমাদের লক্ষ্য প্রত্যেক ম্যাচে ক্লিনশিট রাখা। আমাদের বাকি দুটো ম্যাচ জিততেই হবে। কঠিন পরিস্থিতি। তবে আমরা জয়ের জন্যই ঝাঁপাবো।’