
স্পোর্টস ডেস্ক : সমর্থকদের সামনে ঘরের মাঠে খেলতে নেমেই কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের। এ দিন ডালহৌসি ক্লাবকে ৫-২ ব্যবধানে হারাল সবুজ মেরুন। কলকাতা লিগের জয়ের হ্যাটট্রিক করলো বাগান। একইসঙ্গে এদিন হ্যাটট্রিক করলেন সুহেল ভাট। শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল খেলে বাস্তব রায়ের ছেলেরা। ম্যাচের ২৫ মিনিটে ও ৪৩ মিনিটে জোড়া গোল সুহেল ভাটের। ২৫ মিনিটে বল নিয়ে অনেকটা দৌড়ে এসে সুহেল দেখেন প্রতিপক্ষের কিপার গোল ছেড়ে বেরিয়ে আসছেন, সেই সুযোগটা কাজে লাগিয়ে গোল করেন। ৪৩ মিনিটে রাইট ফ্ল্যাঙ্ক থেকে বল পেয়ে সুহেল আলতো ছোঁয়ায় বল জালে জড়ান সুহেল।দ্বিতীয় গোলটি অনেক বেশি চোখ টানে। বল রিসিভ করেই টার্ন, দ্রুত টার্ন। ডালহৌসি ডিফেন্স উড়িয়ে গোল করলেন।দ্বিতায়ার্ধের শুরুতেই হ্যাটট্রিক পূর্ণ করেন সুহেল। পেনাল্টি পেয়ে গোল করলেন। এরপর ৬২ মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ডালহৌসির এক ফুটবলারের গায়ে লাগে। গোলকিপার সেই বল ধরতেই পারেননি। ফারদিন গোল করে নেন।
ম্যাচের ৬৬ মিনিটে ডালহৌসির শিবা হারি ১-৪ করে ব্য়বধান কমান। কিন্তু ফারদিন আলি মোল্লা ফের ব্য়বধান বাড়িয়ে দেন। ম্যাচের ৮৫ মিনিটে তিনি ৫-১ করেন।
ম্যাচের শেষ সময়ে ডালহৌসির আভাস কুণ্ডু দলের ব্যবধান কমান। এদিন মাঠে আসেন মোহনবাগান সভাপতি টুটু বসু।