
স্পোর্টস ডেস্ক :আজ ২৯ জুলাই মোহনবাগানিদের কাছে গর্বের দিন। কারণ আজকে মোহনবাগান দিবস ১৯১১ সালের ২৯ জুলাই ব্রিটিশ ফুটবল দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ক্লাব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মোহনবাগানের এই জয় ছিল স্বদেশীয়ানার পতাকা সেদিনই তোলা হয়। মোহনবাগানের এই শিল্ড জয় শুধু বাঙালি জাতি নয় সমগ্র ভারতকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানসিক মনোবল বাড়িয়ে দিয়েছিল। যেভাবে খালি পায়ে মোহনবাগান দল ব্রিটিশদের বুট পরে ফুটবল খেলার দক্ষতাকে ভেঙে চুরমার করে দিয়েছিল তা আজ ইতিহাসে স্থান পেয়েছে। যার জন্য আজ ভারতীয় ফুটবলে মোহনবাগান জাতীয় ক্লাব বলে বন্দিত হয়। শিল্ড জয়ের সেই ইতিহাসকে স্মরণে রেখে ২০০১ সাল থেকে পালন করা হয় মোহনবাগান দিবস। মোহনবাগান রত্ন সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এবার মহরমের জন্য ২ দিন ধরে হবে মোহনবাগান দিবস। দেখে নেবো এবার কারা কী পুরস্কার পাবেন। গৌতম সরকারকে ‘মোহনবাগান রত্ন’ ছাড়াও যারা পুরস্কৃত হবেন তারা হলেন, ◆জীবনকৃতি সম্মান: শঙ্কর বন্দ্যোপাধ্যায়। ◆সেরা ফুটবলার: বিশাল কায়েথ (শিবদাস ভাদুড়ি পুরস্কার)
◆সেরা ক্রিকেটার: অর্ণব নন্দী (অরুণ লাল পুরস্কার)
◆সেরা ক্রীড়া সংগঠক: নবাব ভট্টাচার্য (অঞ্জন মিত্র পুরস্কার)
◆সেরা ফরোয়ার্ড: দিমিত্রি পেত্রাতোস (সুভাষ ভৌমিক পুরস্কার)
◆সেরা ক্রীড়াবিদ: মোহর মুখোপাধ্যায় (প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার)
◆সেরা যুব ফুটবলার: এঙ্গসন সিংহ
◆সেরা হকি খেলোয়াড়: নিতীশ নিউপেন (কেশব দত্ত পুরস্কার)
◆সেরা সমর্থক: শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায় (উমাকান্ত পালোধি পুরস্কার)।