
স্পোর্টস ডেস্ক :এবছর মহরমের কারণে ২৯ শে জুলাই মোহনবাগান দিবস হচ্ছে না। সেদিন মোহনবাগান মাঠে শুধু প্রাক্তন দের ফুটবল ম্যাচ ও মোহনবাগান রত্ন সুব্রত ভট্টাচাৰ্যর আত্মজীবনী উদ্বোধন হবে। ৩০ শে জুলাই রবিবার ক্লাবে অনুষ্ঠান হবে ওই দিন মোহনবাগান রত্ন দেওয়া হবে । এবছর মোহনবাগান রত্ন কে হবেন সেটা আগামী ১৫ জুলাই মোহনবাগান কর্তারা মন্দারমণিতে কার্যকরী কমিটির বৈঠকে ঠিক করবেন।১৯১১ সালের ২৯ জুলাই ব্রিটিশ ফুটবল দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান ক্লাব। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মোহনবাগানের এই জয় ছিল স্বদেশীয়ানার কড়া থাপ্পড়। মোহনবাগানের এই শিল্ড জয় শুধু বাঙালি জাতি নয় সমগ্র ভারতকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানসিক মনোবল বাড়িয়ে দিয়েছিল। যেভাবে খালি পায়ে মোহনবাগান দল ব্রিটিশদের বুট পরে ফুটবল খেলার দক্ষতাকে ভেঙে চুরমার করে দিয়েছিল তা আজ ইতিহাসে স্থান পেয়েছে। যার জন্য আজ ভারতীয় ফুটবলে মোহনবাগান জাতীয় ক্লাব বলে বন্দিত হয়। শিল্ড জয়ের সেই ইতিহাসকে স্মরণে রেখে তাই ২৯ জুলাই পালিত হয় মোহনবাগান দিবস। আর এই দিনে একজন ক্রীড়াবিদকে মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হয়।২০০১ সাল থেকে তখনকার ক্লাব সচিব অঞ্জন মিত্র মোহনবাগান দিবস হিসেবে পালন করেন।