
স্পোর্টস ডেস্ক : ডার্বি মানে আবেগ ডার্বি মানে স্লোগান পাল্টা স্লোগান। ব্যানার, টিফোর ছড়াছড়ি। কিন্তু গত কয়েক বছরে টিফোতে দেখা গেছে নানা বৈচিত্র। যদিও এদিন মাত্রা ছাড়িয়ে গেছিল আক্রমণ। মোহনবাগান গ্যালারিতে একটি টিফোতে লাল হলুদ সমর্থকদের একপ্রকার কুকুর বলেন সবুজ মেরুন সমর্থকেরা। একটি টিফোর মাঝখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আক্রমণাত্মকভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটি বাঘ। এই বাঘটি লাল হলুদের টিফোতে ছিল। বাঘের এক পাশে লাল হলুদ দিয়ে লেখা লোটা। যার উপরে লেখা, ‘Every dog thinks they are lions.’ এরপর টিফোর অপর প্রান্তে সবুজ মেরুন রং দিয়ে লেখা মেরিনার্স। যার উপরে লেখা, ‘Untill the real king arrives.’ যার অর্থ, প্রতিটা কুকুর মনে করে তারা সিংহ, যতক্ষণ না পর্যন্ত আসল রাজা আসছে।’যদিও এদিন মোহনবাগান সমর্থকরা শেষ হাসি হাসতে পারেনি। নন্দকুমারের করা একমাত্র গোলে ডার্বি জেতে ইস্টবেঙ্গল।