
স্পোর্টস ডেস্ক : ডার্বির আগে কলকাতা লিগের ম্যাচে এফসিআইকে ৫-০ গোলে হারালো মোহনবাগান। এদিন সুহেল ভাট ও সুমিত রাঠিকে নামায় নি সবুজ মেরুন ব্রিগেড। ফলে প্রথম দিকে কিছুটা ছন্নছাড়াই লাগছিল টিম বাগানকে। গোলের মুখই খুলছিল না। তবে ম্যাচের ২৭ মিনিটে রাজ বাসফরের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দুর্দান্ত ফিনিশ করে গোলের খাতা খোলেন কল্যানীর ছেলে রাজ। এরপরে যদিও সুযোগ আসছিল কিন্তু গোল হচ্ছিলো না। প্রথমার্ধের খেলা শেষে অতিরিক্ত ৩ মিনিট দেওয়া হয়।এরপরেই ভিয়ানের গোলে ২-০ করল মোহনবাগান। টাইসন গতি বাড়িয়ে পাশ দেয় সেখান থেকে গোল করলেন ভিয়ান। দ্বিতীয়াধের ম্যাচের ৫৬ মিনিটে নাওরেমের গোলে ৩-০ করে মোহনবাগান। একটা ভুল পাশ খেলেন এফসিআই-এর ফুটবলাররা। মাঠের ডান দিক থেকে বল পান নাওরেম। এবং সেখান থেকে ফিনিশ করেন তিনি। আর দীপেন্দু বিশ্বাসের গোলের ৪-০ করে মোহনবাগান। ম্যাচের ৮৩ মিনিটে ব্যাক হেড দিয়ে গোল করলেন দীপেন্দু। এরপর এফসিআই-এর দীপ বাগ দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন। আর অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে টাইসন ৫-০ করলেন। এদিন দলের খেলা একইসঙ্গে বসে দেখলেন হেড কোচ জুয়ান ফেরান্দ ও টিডি আন্তেনিও লোপেজ হাবাস।