
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের সময়ে বাজিল আর্জেন্টিনা ২ভাগ হয়ে গেলেও মঙ্গলবার কিন্তু পুরো কলকাতা বনে গেছে আর্জেন্টিনা।২ দিনের ঝটিকা সফরে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ এখন কলকাতায়।ঘড়ির কাঁটায় ঠিক তখন বিকেল ৫.১০নির্দিষ্ট সময়ের অনেকটাই পরে এমি মার্টিনেজ পৌঁছলেন মোহনবাগানে তাঁবুতে ।মেন গেটে তখন থিকথিকে মানুষের ভিড়। কর্তব্য রাত পুলিশ বাহিনী তা সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে।পেলে, মারাদোনা, সোবার্স গেট ফিতে কেটে উদ্বোধন করেন তিনি।সোজা গেলেন তাঁবুতে।তাকে সংবর্ধনা জানালেন বাগান কর্তারা।আপ্লুত তিনি। তাঁবুর বাইরে ক্লাব লনে কর্তাদের সঙ্গে তুললেন গ্রুপ ছবিও। দেখলেন তাঁবু লাইব্রেরি। ১০ নতুন মেম্বারকে কার্ড তুলে দিলেন।এর পর প্রবেশ করলেন মাঠে। হুডখোলা গাড়িতে চেপে গোটা মত প্রদক্ষিণ করলেন।বাগান সমর্থক দের জন্য ছুড়ে দিলেন বল।মাথার ডানদিকে মঞ্চ করে কলকাতা পুলিশের পক্ষ থেকেও তাকে সম্বর্ধনা জানানো হয়।এখানেও বাগান সচিব তাকে মেডেল ও টুপি দিয়ে স্বাগত জানান।পরে কলকাতা পুলিশের এই ফ্রেন্ডশিপ কাপের উদ্ভোধন করেন বেলুন উড়িয়ে।তারপর মাঠে নেমে ২টি দলের ফুটবলার ,কোচ ও রেফারিদের সঙ্গে পরিচিত বিনিময় করেন।তোলেন গ্রুপ ছবিও। এরপরে মাঠে বসেই মোহনবাগান স্টার একাশ ও কলকাতা পুলিশ একাদশ ম্যাচ দেখেন। বুধবারও রয়েছে তার একাধিক কর্মসূচি।