
স্পোর্টস ডেস্ক বৃষ্টিভেজা ম্যাচ আর তাতেই ডার্বির আগে শেষ ম্যাচে জয় পেয়ে গেলো মোহনবাগান। এদিন কিশোরভারতীতে আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসিকে ২-০ গোলে হারালো মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এটা বলা ভালো মোহনবাগান গোলকিপিং আর ডিফেন্সকে বাহবা দিতেই হবে কারণ এই দুটো শক্তিই পঞ্জাবকে আটকে দিল। বৃষ্টিভেজা মাঠে প্রথম থেকেই খেলতে সমস্যা হয় ২ দলের।ম্যাচের ১০ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট মোহনবাগান সুপার জায়ান্টের সূর্যবংশীর। তবে ভিজে মাঠে ঠিকমতো শটে সমস্যা পোস্টের অনেকটা উপর দিয়ে বেরিয়ে যায় বল। ১৭ মিনিটে হলুদ কার্ড দেখলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক শুভাশিস বোস। বল দখল করতে গিয়ে ফাউল করে বসেন। তবে ২৩ মিনটে গোলের মুখ খোলে মোহনবাগান। মনবীর সিংয়ের শট পঞ্জাব এফসির ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়িয়ে যায় । ২৭ মিনিটের মাথায় সুহেলকে ফাউল করা হয়। তাই ফ্রি-কিক পায় মোহনবাগান। বাঁ-দিকে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেন লিস্টন কোলাসো। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক লিস্টনের। তবে বল ক্লিয়ার করে দিল পঞ্জাব ডিফেন্স। এরপরে আক্রমণে যায় আই লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব।৩৭ মিনিটে মোহনবাগান বক্সের অনেকটা বাইরে থেকে দূরপাল্লার শট পঞ্জাব এফসির অধিনায়ক লুকার। তবে কোনওক্রমে গোললাইন সেভ করেন বিশাল কাইথ। প্রথমার্ধে অতিরিক্ত ২ মিনিট সময় দেওয়া হয়। আর এই সময়েই পঞ্জাবের কৃষ্ণনন্দার বক্সের গোলের চেষ্টা। কিন্তু মোহনবাগান ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করতে পারেননি। প্রথমার্ধ শেষ হয়। ১-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধেরশুরুতেই ৪৮ মিনিটে ফের গোল মোহনবাগানের। গোল করলেন হুগো বৌমাস। তবে এই গোলের কৃতিত্ব দিমিত্রি পেত্রতাস ও লিস্টন কোলাসোর।পেত্রত্রাস লিস্টনকে থ্রু দেন। বাঁ-প্রান্তে গোললাইনের একেবারে ধার থেকে ক্রস লিস্টনের। সেই ক্রসের সামনে একেবারে দিশাহীন হয়ে পড়েন পঞ্জাবের গোলকিপর। এরপ বল ক্লিয়ার করেন আর সেটা থেকেই থেকেই গোল হুগোর । এরপরে ৫৫ আর ৬০ মিনিটে গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করে পঞ্জাব। এরপর হুগো বৌমাসের পরিবর্তে কিয়ান নাসিরিকে নামান বাগান কোচ জুয়ান ফেরান্দ।আর ৬৮ মিনিটে গ্লেন মার্টিনসকে তুলে হামতকে নামান। আর ৭৯ মিনিটে শুভাশিস বসুর জায়গায় সুমিত রাঠি। পুরো পরীক্ষা নিরীক্ষার দিকে যান। ফলে সুযোগ তৈরী হলেও আর গোল কিন্তু আসেনি। ম্যাচ শেষহল ২-০ ব্যবধানে। এরপরই ডার্বি। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলে এসেছেন দলের টিডি আন্তনিও লোপেজ হাবাস। পরপর ৯ টি ডার্বি জিততে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাব। অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতও এদিন মোহনবাগানকে মেপে নিলেন কিশোরভারতীতে এসে।