
স্পোর্টস ডেস্ক :এবছর মোহনবাগান রত্ন গৌতম সরকার, আর কারা কোন বিভাগে সেরার পুরস্কার পাবেন দেখে নিন ——-এবার মোহনবাগান রত্ন পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। এদিন মন্দারমণিতে মোহনবাগানের কার্যকরী কমিটিতে এমনই সিদ্ধান্ত হল। দীর্ঘদিন মোহনবাগানের অধিনায়কত্ব করেছেন গৌতম সরকার। বাংলা দল এবং জাতীয় দলের হয়েও খেলেছেন গৌতম। তবে এবার ২৯ শে জুলাই মহরম থাকায় সেদিনের পরিবর্তে মোহনবাগান রত্ন প্রদান অনুষ্ঠান হবে ৩০ শে জুলাই। ২৯ শে জুলাই শুধুমাত্র প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ হবে।চলতি বছর অনেকের নাম থাকলেও এই সম্মান দেওয়া হচ্ছে সিঁথির মোড়ের গৌতম সরকারকে। বাংলা ফুটবলে বেকেনবাওয়ার নামে পরিচিত তিনি।পেলের কসমসের বিরুদ্ধে ইডেনে মোহনবাগানের হয়ে খেলেন। পেলে তার খেলার প্রশংসা করেন।১৯৭২ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যাত্রা শুরু। পাঁচ মরসুম ইস্টবেঙ্গলে কাটিয়ে মোহনবাগানে ১৯৭৭ সালে যান। ১৯৮৩ সাল পর্যন্ত মোহনবাগানে খেলেন সাফল্যর সঙ্গে। এদিন উচ্ছসিত গৌতম জানালেন ‘১৯৭৬ সালে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হয়েছিলাম। ১৯৮৩ সালে মোহনবাগানের ক্যাপ্টেন। দুই প্রধানে নেতৃত্ব দেওয়ার এমন সুযোগ খুব বেশি ফুটবলার পায়নি। ঠিক যেমন ইস্টবেঙ্গলের লাইফটাইম অ্যাচিভমেন্ট পাওয়ার পরই মোহনবাগান রত্ন হলাম। ইস্টবেঙ্গল আর মোহনবাগান বরাবরই আমার হৃদয় জুড়ে রয়েছে। এদের থেকে সম্মান পাওয়া সত্যিই গর্বের। দুই ক্লাব আরও এগিয়ে যাক।’এছাড়া জীবনস্বীকৃতি পাচ্ছেন শঙ্কর বন্দোপাধ্যায় বছরের সেরা ফুটবলার আইএসএলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করা গোলকিপার বিশাল কাইথ সেরা ক্রিকেটার মোহনবাগান অধিনায়ক অর্ণব নন্দী সেরা অফিসিয়াল যেটা প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রর নামে দেওয়া হয় সেটা পাচ্ছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচাৰ্য সেরা ক্রীড়া সংবাদিক জয়ন্ত চক্রবর্তী সুভাষ ভৌমিকের নামে দেওয়া সেরা স্ট্রাইকার পেত্রত্রাস সেরা আথলেটিক মোহর মুখোপাধ্যায় সেরা যুব ফুটবলার এনজন সিং সেরা হকি প্লেয়ার নীতিশ নিরুপাই সেরা সমর্থক যুগ্মভাবে সনিল চক্রবর্তী এবং কুমারেশ উপাধ্যায়।