
স্পোর্টস ডেস্ক :আইএসএল-এর সেমিফাইনালের প্রথম লেগে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। চলতি লিগে মোহনবাগানের মতো ধারাবাহিক না হলেও ওড়িশা নিজেদের দাপট দেখিয়েছে। একটা সময় পর্যন্ত লিগ শিল্ড জয়ের দৌড়েও ছিল তারা।
এই মরসুমে পঞ্চমবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এএফসি কাপের দু’টি ম্যাচের একটিতে জেতে মোহনবাগান এবং ওড়িশা। লিগের দুইটি ম্যাচই ড্র হয়েছে। ফলে সেমিফাইনালের লড়াইয়ে দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের লড়াই অন্য মাত্রা পেতে চলেছে, তা প্রত্যাশিত। মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস অতীত পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে চান না। স্প্যানিশ প্রশিক্ষক “অতীতে কী হয়েছে, তা নিয়ে আমি এখন ভাবছিই না। আমরা এখন বর্তমানে আছি। ওড়িশা যথেষ্ট ভাল দল। ওদের একজন কোচ যথেষ্ট ভাল এবং অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে দলে। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হতে চলেছে”।
কলিঙ্গ স্টেডিয়ামে ৯০ মিনিটেই জিততে হবে বলে, দলের ফুটবলারদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাবাস। বলেন “এই ম্যাচটাকে লিগের কোনও ম্যাচের মতোই খেলতে হবে। ৯০ মিনিটেই ম্যাচটা জিততে হবে আমাদের।