
স্পোর্টস ডেস্ক :লিগ শিল্ড জিতে ছন্দপতন মোহনবাগানের।আইএসএলে সেমি-ফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ১-২ হেরে গেল টিম সবুজ মেরুন। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ৩ মিনিটে মনবীর সিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পরেও হেরে গেল সবুজ-মেরুন। গোল খাওয়ার পরেই ১১ মিনিটেই সমতা ফেরান ওড়িশার কার্লোস ডেলগাডো। ৩৯ মিনিটে আবার ওড়িশাকে এগিয়ে দেন সবুজ মেরুনের প্রাক্তনী রয় কৃষ্ণ। আর শোধ করতে পারল না মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোল না হলেও, জোড়া লাল কার্ড দেখা গেল ম্যাচে । ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সবুজ-মেরুনের স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। এরপর ৭৪ মিনিটে লাল কার্ড দেখেন ডেলগাডো। এই ম্যাচ হারে ফাইনালের রাস্তা কঠিন হয়ে গেল। তবে সেমিফাইনালের প্রথম লেগে হারে ফাইনালের অঙ্ক কঠিন হল মোহনবাগানের। ২৮ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগে অন্তত দু”গোলের ব্যবধানে জিততে হবে। তবেই সরাসরি ফাইনালের ছাড়পত্র পাবে হাবাসের দল। এক গোলে জিতলে ম্যাচ এক্সট্রা টাইমে গড়াবে। ম্যাচ ড্র হলে বা হারলেই শেষ চার থেকে বিদায়। যদিও ঘুরে দাঁড়ানোর গ্যারেন্টি দিচ্ছেন বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাস। এদিন হারের পরে তিনি বললেন,’আমরা ভাল খেলিনি। অনেক ভুল করেছে দলের ছেলেরা। এত ভুল করলে দল হিসেবে ভাল খেলা কঠিন হয়ে পড়ে। লিগশিল্ড জয়ের পর সম্ভবত আমাদের একটু গা ছাড়া ভাব এসে গিয়েছিল আজ। এটা স্বাভাবিক। সেমিফাইনালে জিততে গেল একশো শতাংশ দিতেই হবে। তবে আমার মনে হয় কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে।
দলের কোনও ফুটবলারই সে সাদিকু বলুন, কাউকো বলুন আমাদের কোনও খেলোয়াড়ই আজ তাদের সেরাটা দিতে পারেনি। যার জেরে এই ফল হয়েছে। পরের ম্যাচে সম্পুর্ণ অন্য মোহনবাগানকে দেখা যাবে। এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি।’