
স্পোর্টস ডেস্ক :ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসির ম্যাচ যে জিতবে তাঁদের বিরুদ্ধে আইএসএল সেমিফাইনাল খেলবে সবুজ মেরুন ব্রিগেড হোম আর away ভিত্তিতে। ২৮ এপ্রিল সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ আর তার জন্য প্রায় ৬২ হাজার টিকিট ছেড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। মুম্বই এফসি ম্যাচের মত এই ম্যাচের টিকিটও শুরু ৫০-১০০ টাকা থেকে। অনলাইনে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই ৭-৮ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে।২৩ এপ্রিল থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু করা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট থেকে দেওয়া হবে অফলাইন টিকিট। এমনকি, অনলাইন টিকিটের রিডিমও করা যাবে ৪ নম্বর গেট থেকে। মুম্বই ম্যাচ প্রায় ৬২ হাজার সমর্থক দেখতে আসে এই ম্যাচও যাতে তেমন দর্শক হয় সেই বিষয়ে মরিয়া সবুজ মেরুন ম্যানেজমেন্ট।