
স্পোর্টস ডেস্ক :–শনিবার যুবভারতীতে মেগা ম্যাচে নামছে মোহনবাগান। যুবভারতীতে এফসি গোয়ার সামনে টিম বাগান।৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে গোয়া। অন্যদিকে মোহনবাগানের ৮ ম্যাচে ১৯। জিতলেই ৩ থেকে ১ নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে। তেমনই গত মুম্বই এফসি ম্যাচে হার টা থেকে জয়ের সারিতে ফের ফিরতে পারবে সবুজ মেরুন ব্রিগেড। এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ জুয়ান ফেরান্দ জানালেন, গত ম্যাচের হার একটা দুর্ঘটনা ছিল আমাদের কাছে। সেটা নিয়ে মাথা ঘামাবো না। এই ম্যাচের জয় আমাদের পুরোনো স্রোতে ফিরিয়ে আনবে সেটা বিশ্বাস রাখি। ‘ দুই প্রথম দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তেকে কার্ড সমস্যা পাবে না মোহনবাগান। এছাড়া আক্রমণ বিভাগের অন্যতম ভরসা লিস্টন কোলাসোকেও মোহনবাগান পাবে না। জুয়ান জানালেন, এমন অবস্থায় আমরা আগেও পড়েছি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াব সেই বিশ্বাস আমার আছে। কামিন্স গোলে ফেরায় ভালো লাগছে।’ সমর্থকদের আশ্বাস দিয়ে কোচ জানিয়ে দিলেন, “আমাদের রক্ষণে কোনও সমস্যা হবে বলে মনে হয় না। আমরা অন্য পরিকল্পনা করে রেখেছি। সমস্যা হল সময় কম পেয়েছি। সমস্যার সমাধান করাই আমাদের কাজ। এই নিয়ে আমি উদ্বিগ্ন নই”।বিকল্প ডিফেন্ডার হিসেবে রবি রানা ও সুমিত রাঠির কথা ভাবা হলেও তাঁরা দুজনেই চলতি লিগে মাত্র আট মিনিট করে মাঠে থেকেছেন। কিন্তু শনিবারের ম্যাচে তাঁদের ওপরও আস্থা রয়েছে ফেরান্দোর। বলেন, “রানা, সুমিত মাজিয়ার বিরুদ্ধে খেলে এসেছে। কলকাতা লিগে, ডুরান্ড কাপেও খেলেছে। ওরা প্রায় আড়াই বছর ধরে আমার তত্ত্বাবধানে রয়েছে। ওদের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। গত মরশুমে সুমিত কোনও ম্যাচেই তেমন না খেললেও ফাইনালে খেলেছিল। ওদের মানে ফারাক থাকলেও ওরা দলকে সাহায্য করতে প্রস্তুত। আগে কত মিনিট খেলেছে, সেটা বড় কথা নয়। ওরা ভবিষ্যতের তারকা। ওদের আরও সময়, আত্মবিশ্বাস দেওয়া প্রয়োজন”।
প্রতিপক্ষ এফসি গোয়া চলতি লিগে অপরাজিত রয়েছে। গত পাঁচটি ম্যাচে কোনও গোল খাননি সন্দেশ ঝিঙ্গনরা। তাদের নিয়ে গোয়ার প্রাক্তন কোচ বলছেন, “এফসি গোয়া মরশুম শুরুই করেছে খুব ভাল ভাবে। ওদের পারফরম্যান্স ও ফল খুবই ভাল। ওরা এই মরশুমে কয়েকজন ভাল খেলোয়াড়কে সই করিয়েছে। ম্যাচটা কঠিন। তবে আমাদের কাছে এটা বড় চ্যালেঞ্জ। এই ধরনের দলের বিরুদ্ধে নামলে নিজেদের ভাল পারফরম্যান্স দেখানোর সুযোগ পাওয়া যায়। ওদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে এখন, এই পরিস্থিতিতে প্রতিপক্ষের চেয়ে নিজেদের নিয়েই বেশি ভাবছি আমরা।’